প্রকাশিত: Mon, Mar 20, 2023 4:19 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:28 AM

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনাল ও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলো বাংলাদেশ

এম এস রহমান: সোমবার সেমিফাইনালে পল্টনের বঙ্গবন্ধু ভলিবল স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে ২০২৪ কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করল বাংলাদেশ।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে সমানে সমান লড়ছিল দুই দল। এক পর্যায়ে থাইল্যান্ড এগিয়ে ছিল ৭-৪ পয়েন্টে। এরপরে ঘুরে দাঁড়ায় রুহুল তরফদাররা। প্রথমার্ধ শেষ করেন ১৭-১১ পয়েন্টে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি থাইল্যান্ড। এ অর্ধে তুহিনরা আদায় করে নেন আরও ১৮ পয়েন্ট। অন্যদিকে থাইল্যান্ড তুলতে পারে কেবল ১৫ পয়েন্ট।

ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু কাপ কাবাডি এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। এখান থেকে সেরা দুই দল পাবে ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার সুযোগ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব